চেন্নাই, ২৩ মে : তিনি জানতেন ম্যাচের শেষে এরকম একটা প্রশ্নের মুখে পড়তে হবে। প্রশ্নটা এই যে, ২০২৪ আইপিএলে তাঁকে বাইশ গজে দেখা যাবে কি না। মহেন্দ্র সিং ধোনি ‘না’ বলেননি। আবার পরের বছর খেলব, এমন কথাও বলেননি। সিএসকে অধিনায়ক শুধু বললেন, ‘‘এখনও অনেক সময় আছে। ডিসেম্বর পর্যন্ত সুযোগ আছে সিদ্ধান্ত নেওয়ার। এখনই এটা নিয়ে ভাবতে যাওয়ার কোনও মনে হয় না।’’
আরও পড়ুন-বাজিকাণ্ডে কড়া রাজ্য সতর্কিত পুলিশকর্তারা
চিপকের গ্যালারিতে এদিন দেখা গেল ‘এম এস ডি ফরএভার’ পোস্টার। চেন্নাই কী চায় সেটা বুঝতে এই ব্যানার, পোস্টারই যথেষ্ট। ম্যাচের শেষে হর্ষ ভোগলে যখন ধোনিকে এটাই তাঁর চিপকে শেষ ম্যাচ ছিল কি না প্রশ্ন করলেন, হৃদস্পন্দন থেমে গিয়েছিল থালা-ভক্তদের। কী বলবেন তিনি? বিদায় চিপক? ২০০৮ থেকে সিএসকের সঙ্গে জড়িয়ে রয়েছেন। বরাবর বলে এসেছেন চেন্নাই তাঁর সেকেন্ড হোম। ধোনি কিন্তু দশমবারের আইপিএল ফাইনালে ওঠার পার্টি নষ্ট করেননি। স্পষ্ট বললেন, ‘‘যাই করি না কেন, সিএসকের সঙ্গেই থাকব। আর খেলব কি না সেটা ভাবার জন্য হাতে অনেক সময় আছে।’’
আরও পড়ুন-দিনের কবিতা
এবার হাঁটু তাঁকে ভুগিয়েছে। ব্যাটিং কোচ মাইক হাসি স্বীকার করে নিয়েছেন যে ধোনি একশোভাগ ফিট নন। কিন্তু মাঠে সেটা তাঁকে দেখে কে বলবে! এদিকে, তাঁর দলে প্রতিবার নতুন কোনও বোলার উঠে আসছে। এবার যেমন পাথিরানা। ধোনি অবশ্য সব কৃতিত্ব দিচ্ছেন সাপোর্ট স্টাফদের। বিশেষ করে ব্র্যাভোকে। যিনি সিএসকের বর্তমান বোলিং কোচ। আর এদিনের জয়ে বোলার রবীন্দ্র জাদেজার কথা উঠে এল তাঁর মুখে। দুজনের সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন শোনা যাচ্ছিল। ধোনি যেভাবে জাদেজার নাম নিলেন, তাতে এসব গুঞ্জনের স্বপক্ষে বিশেষ কোনও গুরুত্ব দেওয়ার দরকার আছে মনে হয় না। আসলে ক্যাপ্টেন কুলের সামনে কোনও সমস্যাই সমস্যা নয়। আপাতত তাঁর দরকার বিশ্রাম। বললেন, ‘‘সেই মার্চ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম আমি।’’