সংবাদদাতা, মালদহ : বাজির গুদামে বিস্ফোরণ (English Bazar- Blast) ও অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দুই পরিবারের পাশে দাঁড়াল মালদহ জেলা প্রশাসন। মৃত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন দুপুরে ইংরেজবাজার থানার নুনবহি রামচন্দ্রপুর এলাকার রাজু ঋষির পরিবার ও বাহান্ন বিঘা এলাকার মৃত দিনমজুর গণেশ কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ সহ এলাকার জনপ্রতিনিধিরা। রাজ্য সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী সাবিনা। পাশাপাশি মৃত দুই শ্রমিকের পরিবারকে কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে মালদহ জেলাশাসকের সাথে একটি জরুরি বৈঠক করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, সবরকম ভাবে মৃতের পরিবারবর্গকে সাহায্য করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের (English Bazar- Blast) ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের। এরপরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। জেলাশাসকের নির্দেশে ডাকা হয় জরুরি বৈঠক। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বিভিন্ন বাজারে কী কী করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। এ বিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, কীভাবে দাহ্য পদার্থ ব্যবহার করবে ব্যবসায়ীরা! কোথায় রাখা হবে তা সমস্ত বিষয় নিয়ে জেলাশাসকের নির্দেশে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পর দোকান মালিককে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- সিআইডির জালে ভানুর স্ত্রী গীতা