অসুস্থ আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। অসুস্থতর কারণেই তাঁকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার সকালে আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জন্য জামিন পেলেন রাজধানী দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী (Satyendra Jain)। বৃহস্পতিবার জেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর শুক্রবার সকালেই জামিন পেলেন জৈন। গত কয়েকদিন ধরেই সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতির কথা প্রকাশ্যে আসছিল। গত সোমবার জেলের শৌচাগারে পড়ে যান তিনি। যার জেরে ভর্তি হতে হয় হাসপাতালে। বৃহস্পতিবার ফের পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান সত্যেন্দ্র। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্সে সফল পড়ুয়াদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গত বছরের ৩০ মে আর্থিক তছরুপের মামলায় সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়। সেই থেকেই তিহাড় জেলে রয়েছেন তিনি। জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থতার কথা জানিয়েছিলেন সত্যেন্দ্র। মাঝে অবসাদের কথা জানানোর পর জেলে সঙ্গীর ব্যবস্থা করেছিল কারা কর্তৃপক্ষ। ওই ঘটনায় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারিন্টেন্ডেন্টকে শোকজ করা হয়। তবে এভাবে পরপর দুবার জেলের মধ্যে পড়ে গিয়ে আহত হওয়ায় জেলের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, গত ১৫ মে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন সত্যেন্দ্র জৈন। দিল্লি হাই কোর্টে আর্থিক তছরূপ মামলায় জামিনের আবেদন খারিজ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ হয়ে গেলেও শুক্রবার সত্যেন্দ্র জৈনকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত।