আজ, শুক্রবার অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন (Dola Sen) ও অসিত মাল (Asit Mal)। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বেশ কয়েকবার অনুব্রত প্রসঙ্গ উঠে এসেছে কিন্তু এই প্রথম তৃণমূলের কোনও প্রথম সারির নেতা-নেত্রী তার সাথে দেখা করতে যাচ্ছেন। আজ সকাল ১১টা নাগাদ অনুব্রত মণ্ডলের সঙ্গে তিহাড় জেলে দেখা করতে যাওয়ার কথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও লোকসভার সাংসদ অসিত মাল এর। অনুব্রত কন্য়া সুকন্যা মণ্ডলের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
আরও পড়ুন-বীরভূমের মসজিদে জাপানের ২ লাখি মিয়াজাকি আম
আনুব্রত এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি পদে রয়েছে। তাঁকে সাংগঠনিক পদ থেকে সরায়নি দল। দল যে অনুব্রত মণ্ডলের পাশেই রয়েছে সেটা আগেও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অনুব্রত ছাড়াই বীরভূমে পঞ্চায়েত ভোটে লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সাংগঠনিক দায়িত্বভার নিজে কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।