তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একমাসের বেশি সময় ধরে বাংলার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার সন্ধেয় ওড়িশার (Orissa) বালেশ্বরে বলা যায় দেশের সবচেয়ে বড় রেল দুর্ঘটনার ঘটে। করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৩০০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা হাজারের কাছাকাছি। এই অবস্থায় শনিবার, রাজনৈতিক কর্মসূচি সে দিনের মতো বাতিল করলেন অভিষেক।
আরও পড়ুন-পরিস্থিতি জানতে নবান্নের তরফে কন্ট্রোল রুমে নজর
এদিন হাওড়া (Howrah) জেলায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বাগনান, শ্যামপুর-সহ একাধিক জায়গায় তাঁর কর্মসূচি করার কথাছিল। এদিন বাগনানে লাইব্রেরি মোড় থেকে খালো কালীবাড়ি পর্যন্ত মিছিল করে গিয়ে কালীবাড়িতে পুজো দেন। সেখানেই ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করেন। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেনস দিনের মতো পরবর্তী রাজনৈতিক কর্মসূচিগুলি বাতিল।
তৃণমূলের তরফে বলা হয়, এটাই রাজনৈতিক শিষ্টাচার। আজকে রাজনীতি করার দিন নয়। রবিবার, ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে অভিষেকের। তবে এই সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃণমূলের তরফে বলা হয়, এটাই রাজনৈতিক শিষ্টাচার। আজকে রাজনীতি করার দিন নয়। রবিবার, ডোমজুড়ে নবজোয়ার কর্মসূচি রয়েছে অভিষেকের। তবে এই সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।