বর্ষা (Monsoon) এখনও দেশে ঢোকেনি। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়নি। প্রবল গরমে ধুঁকছে বাংলা (West Bengal)। আজ এবং আগামী পাঁচদিন এই দাবদাহ জারি থাকবে। যদিও উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-আদালতের নির্দেশ সত্ত্বেও বিদেশ যাত্রায় বাধা রুজিরাকে, টুইট বার্তায় ক্ষোভপ্রকাশ কুণাল ঘোষের
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ,কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত
উল্লেখ্য আজকলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৮ ডিগ্রি এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের বেলায় অস্বস্তিকর গরম হবে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।