ব্রহ্মপুরে এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া, বিপাকে যাত্রীরা

দূরপাল্লার ট্রেনে ওঠার ক্ষেত্রে এই আতঙ্ক কাজ করছে অনেকের মনে। ব্রহ্মপুরে পরিস্থিতি মোকাবিলার জন্য় সবরকম উদ্যোগ নেয় রেল।

Must read

করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি এখনো প্রকট। ইতিমধ্যে আবার ওড়িশায় (Orissa) বিপর্যয়ের মুখে আরেকটি এক্সপ্রেস ট্রেন। সেকেন্দরাবাদ – আগরতলা এক্সপ্রেস (Secundrabad Agartala express) ট্রেনের একটা কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন-বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা: কটক হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী বলেন, সত্য উদ্ঘাটন হোক

ট্রেনটি সবেমাত্র ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে ঢুকেছে। দেখা যায় বি-৫ কামরা থেকে একেবারে ধোঁয়া বের হচ্ছে। বিপদ বুঝে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে চলে আসে। রেলের কর্মী, আধিকারিকরাও খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে চলে আসেন।

আরও পড়ুন-জ্ঞানেশ্বরীর মতো পরিণাম যেন না হয়: সুখেন্দুশেখর

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে ধোঁয়া বের হচ্ছিল। স্বস্তির বিষয় পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। হতাহতের কোন খবর নেই। প্রায় ৪৫ মিনিট ধরে পরিস্থিতি মোকাবিলার কাজ করা হয়। যাত্রীদের খুব তাড়াতাড়ি ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলেই বড় কোনও বিপর্যয় হয়নি। সব দিক পরীক্ষার পরে ট্রেনটি ফের রওনা দেয়।

আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন রেল! মর্গে লাশের স্তূপে জীবিত ছেলেকে পেলেন বাবা

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকে রেল যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে। দূরপাল্লার ট্রেনে ওঠার ক্ষেত্রে এই আতঙ্ক কাজ করছে অনেকের মনে। ব্রহ্মপুরে পরিস্থিতি মোকাবিলার জন্য় সবরকম উদ্যোগ নেয় রেল।

 

Latest article