জ্ঞানেশ্বরীর মতো পরিণাম যেন না হয়: সুখেন্দুশেখর

Must read

প্রতিবেদন : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআই তদন্তের পরিণাম যেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মতো না হয়। এই মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক ও জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। রেল ও যাত্রী সুরক্ষায় মোদি সরকারের ধারাবাহিক অবহেলাকে বিঁধে সরব হয়েছে তৃণমূল। রাজনৈতিক প্রচারের লক্ষ্যে বন্দে ভারতের মতো সুপারফাস্ট ট্রেন উদ্বোধনকে অগ্রাধিকার দিতে গিয়ে রেলের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার প্রশ্নকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। বালেশ্বরের বেনজির বিপর্যয়ের পর এবার সিবিআই তদন্তের ঘোষণায় বিরোধী নেতারা সন্দিহান, আদৌ মূল সমস্যাকে চিহ্নিত করা হবে নাকি বিতর্ক ধামাচাপা দিতে নয়া কৌশল কেন্দ্রের? ট্যুইটারে সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) লিখেছেন, তিন ট্রেনের দুর্ঘটনায় সিবিআই তদন্তের কথা বলেছেন রেলমন্ত্রী। এই সিদ্ধান্তকে স্বাগত। তবে নিশ্চিত করতে হবে যেন ২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের মতো ১৩ বছর ধরে তদন্ত না চলে। এখনও যেখানে বিচারপ্রক্রিয়া চলছে, সমস্ত অভিযুক্তের জামিন হয়ে গিয়েছে। এই হল সিবিআই তদন্তের নমুনা।

আরও পড়ুন: দায়িত্বজ্ঞানহীন রেল! মর্গে লাশের স্তূপে জীবিত ছেলেকে পেলেন বাবা

Latest article