প্রতিবেদন: বাংলায় আরও দুটি নতুন মেডিক্যাল কলেজ হতে চলেছে। এরমধ্যে একটি বেসরকারি উদ্যোগে। অপরটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে। বেসরকারি মেডিক্যাল কলেজটি হচ্ছে সল্টলেকে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অপর মেডিক্যাল কলেজটি হচ্ছে নদিয়ার চাকদহে। তারই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার রাতে।
আরও পড়ুন-রেলের কাছ থেকে কোনও সাহায্য মেলেনি, পাশে ছিল রাজ্য, নিহতদের পরিবার প্রবল ক্ষুব্ধ
যদিও সারা দেশে সব মিলিয়ে এমনই ৫০টি মেডিক্যাল কলেজ হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ রাজ্য পেয়েছে একাধিক মেডিক্যাল কলেজ এবং নতুন সুপার স্পেশালিটি হাসপাতালও। কেন্দ্র এবার রাজ্যের এই মডেলকেই অনুসরণ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্য ও শিক্ষাক্ষত্রে জোয়ার এসেছে রাজ্যে। হয়েছে নতুন কর্মসংস্থানও। সাধারণ মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রের কাছেও দরবার করেছে রাজ্য। বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনি কেন্দ্রের সাহায্য। মানুষের উন্নয়নে একাধিক প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যে ভাল চিকিৎসার জন্য করেছেন স্বাস্থ্যসাথী কার্ডও।
আরও পড়ুন-মৎস্যজীবীদের জন্য নতুন রাস্তা
তবে রাজ্যের মডেলকে অনুসরণ করে বেসরকারি উদ্যোগে রাজ্যে দুটি মেডিক্যাল কলেজ হলে বহু কর্মসংস্থান হবে। সুযোগ পাবেন রাজ্যের ছেলেমেয়েরা। রাজ্যে নতুন মেডিক্যাল কলেজ দুটিতে মোট আসন সংখ্যা হবে ৩০০। এর ফলে সব মিলিয়ে বাংলার ডাক্তারি পড়ুয়ার সংখ্যা আরও বাড়বে। মুখ্যমন্ত্রী বরাবরই বলেছেন বাংলায় মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তাঁদেরকে পড়ার সুযোগ করে দিতে হবে। রাজ্য সরকার বরাবরই উচ্চশিক্ষার বিস্তারে সচেষ্ট। বিশেষ করে ডাক্তারিতে। তাই ছাত্র-ছাত্রীদের কাছে এই সিদ্ধান্ত সুখবর নিয়ে এল।