রিতিশা সরকার, শিলিগুড়ি: দীর্ঘ দুই দশক বাদে পাহাড়ে ফের পঞ্চায়েত (panchayat) নির্বাচন হতে চলেছে। নির্বাচনকে ঘিরেই এখন তৎপরতা শুরু হয়েছে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের। তবে পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কার্যত কোনও প্রার্থী দিতে পারবে না। কারণ কোনও সংগঠনই নেই। আর না থাকার কারণেই প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা। তাই আদালতের শরণাপন্ন।
আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরে বাড়ানো হচ্ছে ম্যানগ্রোভ
পাহাড়ের মাটিতে বিজেপি বিভিন্ন আঞ্চলিক দলগুলির উপরেই ভরসা করে এসেছে। তারপরেও তারা কোনও সংগঠন তৈরি করতে পারেনি। তাই প্রার্থী দিতে না পারার ভয়ে মামলা করেই নিস্তার পেতে চাইছে বিজেপি। রীতিমতো ধরাশায়ী অবস্থা তাদের। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে বিজেপি হামরো পার্টি থেকে শুরু করে জিএনএলএফ সহ বিভিন্ন পাহাড়ের রাজনৈতিক দলগুলির শরণাপন্নও হচ্ছে। পাহাড়ের দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনি থাপা বলেন, আমরা অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের প্রার্থীও ঠিক করা আছে।
আরও পড়ুন-আজ উত্তর ২৪ পরগনায় অভিষেক
ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে। তবে হিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, প্রায় ২ দশক বাদে পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তবে তৃণমূল কংগ্রেসও পাহাড়ের পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুত রয়েছে। যেভাবে নির্দেশ আসবে সেই ভাবেই কাজ করব।