বাংলায় লেখা হবে ওষুধের মাত্রা, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

সেই সঙ্গে প্রতিটি খামের গায়ে হাসপাতালের রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় কোন ওষুধ কতটা, কখন, কতবার খাবেন, তা লিখে দিতে হবে।

Must read

প্রতিবেদন : রাজ্যের সর্বস্তরের সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিলি করা ওষুধের খামে এবার থেকে বাধ্যতামূলক ভাবে বাংলায় তা খাওয়ার পরিমাণ ও নিয়ম লিখে দিতে হবে। যাতে ইংরেজি না জানা রোগীরা অসুবিধায় না পড়েন। এই মর্মে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালের ফার্মাসি থেকে যখন কোনও রোগী বা তাঁর পরিজন কোনও ওষুধ নেবেন তখন প্রতি ধরনের ওষুধ আলাদা খামে ভরে দিতে হবে। সেই সঙ্গে প্রতিটি খামের গায়ে হাসপাতালের রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় কোন ওষুধ কতটা, কখন, কতবার খাবেন, তা লিখে দিতে হবে।

আরও পড়ুন-প্রার্থী খুঁজতে নাজেহাল অবস্থা বিরোধী রাজনৈতিক দলের, পাহাড়ে ২২ বছর পর পঞ্চায়েত

দুর্বোধ্য প্রেসক্রিপশন এবং ইংরেজিতে লেখা ব্যবস্থাপনার কারণে ওষুধের নাম, সময়, ডোজ সংক্রান্ত ভুলভ্রান্তি বন্ধ করতেই এই উদ্যোগ বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে। এর ফলে রোগীর সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এছাড়া, সরকারি ক্ষেত্রে স্থানীয় ভাষার ব্যবহারও বাড়বে। গ্রাম বাংলার অনেক মানুষই বেশির ভাগ সময় ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন দুর্বোধ্য শব্দগুলি পড়ে বুঝতে পারেন না। তাঁদের ক্ষেত্রে এই বাংলায় লেখা অনেক সমস্যার সমাধান ঘটিয়ে দেবে। তাঁরা নিজেরাই বুঝতে পারবেন কোন ওষুধ দিনে কতবার, কোন কোন সময়ে, ঠিক কতটা খেতে হবে।

Latest article