প্রতিবেদন : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথিপত্র নিজের হেফাজতে রাখার অভিযোগ। যদি এই অভিযোগ প্রমাণ হয় তবে নিশ্চিতভাবেই ট্রাম্পের ২০ বছরের জেল হবে। তবে ট্রাম্প তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে চক্রান্ত বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, আগামী বছর দেশের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে তিনি যাতে লড়াই করতে না পারেন তার জন্য জো বাইডেন প্রশাসন তাঁর বিরুদ্ধে চক্রান্তের জাল বুনছে।
আরও পড়ুন-ঝড়বৃষ্টিতে মুম্বইয়ে ব্যাহত বিমান-পরিষেবা, শক্তিশালী বিপর্যয়
প্রাক্তন প্রেসিডেন্টের উপর আইনি চাপ যখন ক্রমশই বাড়ছে তখন তাঁর ঘনিষ্ঠ দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিল বার-ও ট্রাম্পের সমালোচনা করলেন। বিল বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত মারাত্মক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পের ২০ বছর জেল হতে পারে। যদিও ষড়যন্ত্রের তত্ত্ব মানতে রাজি নন ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বিল। সোমবার বিল বলেছেন, ট্রাম্প যেভাবে নিজেকে চক্রান্তের শিকার বলছেন সেটা খুবই হাস্যকর। তাঁর বিরুদ্ধে আগে চক্রান্ত হয়েছিল এটা ঠিক। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
আরও পড়ুন-চাপে পড়ে কেন্দ্র দিল ৯ হাজার কোটি
ট্রাম্প কখনওই নিজেকে ষড়যন্ত্রের শিকার বলতে পারেন না। কারণ তাঁর বাড়ি থেকেই মিলেছে গোপন নথিপত্র। ট্রাম্প যেভাবে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি নিজের বাড়িতে রেখেছিলেন তা ভুল। দেশের গুরুত্বপূর্ণ ও গোপন নথি নিজের কাছে রাখার কোনও অধিকার নেই।