ঝড়বৃষ্টিতে মুম্বইয়ে ব্যাহত বিমান-পরিষেবা, শক্তিশালী বিপর্যয়

রবিবার সন্ধ্যা থেকেই বিমানবন্দরের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। মুম্বই বিমান বন্দরে বাতিল করা হয় অথবা পিছিয়ে দেওয়া হয় একাধিক বিমানের যাত্রা

Must read

প্রতিবেদন : শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যেই বিপর্যয়ের প্রভাবে ভারী ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে মুম্বইয়ে। সঙ্গে ঝড়ো হাওয়া। এর ফলে রবিবার রাত থেকেই মুম্বই বিমান বন্দরে ব্যাহত বিমান পরিষেবা। বিমান বন্দরেই আটকে পড়েন অসংখ্য যাত্রী।

আরও পড়ুন-চাপে পড়ে কেন্দ্র দিল ৯ হাজার কোটি

রবিবার সন্ধ্যা থেকেই বিমানবন্দরের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। মুম্বই বিমান বন্দরে বাতিল করা হয় অথবা পিছিয়ে দেওয়া হয় একাধিক বিমানের যাত্রা। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় প্রধান রানওয়ের রাস্তা। বিমান উঠানামায় ব্যাপক সমস্যা দেখা দেয়। স্বাভাবিকভাবেই বিপাকে পড়েন অন্তত কয়েকশো যাত্রী। বিমান ধরবেন বলে আবার কেউবা বিমান থেকে নামা যাত্রীদের বাড়ি নিয়ে যেতে বিমানবন্দরে হাজির ছিলেন। তাঁরা সকলেই দীর্ঘক্ষণ আটকে থাকতে বাধ্য হন। ঘটনার জেরে বিমান বন্দরের মধ্যেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেন একাধিক যাত্রী। এর ফলে, বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে রাতেই ট্যুইট করে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থা জানায়, খারাপ আবহাওয়ার কারণেই বন্ধ রাখতে হয়েছে বিমান চলাচল।

Latest article