চাপে পড়ে কেন্দ্র দিল ৯ হাজার কোটি

সেই খাতে সবকটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। ২১২১৮ কোটি টাকা

Must read

প্রতিবেদন : দীর্ঘ বঞ্চনার পর চাপে পড়ে পঞ্চায়েত ভোটের মুখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কিন্তু এই টাকা কীভাবে খরচ হবে? কারণ ভোট এলে কোনও কাজের টেন্ডার দেওয়া যায় না। আর কেন্দ্রীয় সরকার এই সুযোগকে ব্যবহার করে। পরে বলে রাজ্য খরচ করতে পারল না টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে কেন্দ্র যাতে অর্থ ব্যয় করতে পারে সে জন্য বরাদ্দ করল।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের, শুরু হল তদন্ত

অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের দ্বারস্থ হয়েছে। তার পর সেই বরাদ্দ স্থগিত রাখার বা কোনও কারণ দেখিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন আবাস যোজনা খাতে ৮২০০ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও, তা আদতে বাংলা পায়নি। কারণ, তালিকা তৈরির সময় দুর্নীতির কারণ দেখিয়ে তা স্থগিত রাখা হয়েছে। তবে এবার যে খাতে রাজ্যকে ৮৮৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা হল রাজ্যের হকের পাওনা। কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যে করগুলি আদায় করে তার একাংশ সেই রাজ্যের পাওনা। সেই খাতে সবকটি রাজ্য মিলিয়ে মোট ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। ২১২১৮ কোটি টাকা।

Latest article