রেল সূত্রে খবর মৈত্রী এক্সপ্রেস (Maitri Express) ও বন্ধন এক্সপ্রেসকে (Bandhan Express) আপাতত বাতিল করা হল। বাংলাদেশ রেল কর্তৃপক্ষের তরফে এই সংক্রান্ত বিষয়ে অনুরোধ করা হয়েছিল। তারপরই সাময়িকভাবে এই ট্রেন বাতিল করা হয়। প্রসঙ্গত বাংলাদেশে ইদের উৎসব উপলক্ষ্য়ে এই ট্রেন আপাতত বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-কাঁপল দিল্লি-সহ গোটা উত্তর ভারত, উৎসস্থল কাশ্মীর
জানা গিয়েছে, ১৩১০৯-১৩১১০ কলকাতা -ঢাকা ক্য়ান্টনমেন্টে- কলকাতা মৈত্রী এক্সপ্রেস, ১৩১০৭-১৩১০৮ ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস, ১৩১২৯-১৩১৩০ কলকাতা- খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-কমিশনের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট
১৩১০৭ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রি এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৩.০৬, ২৫.০৬, ২৭.০৬, ৩০.০৬ ও ০২.০৭.২০২৩ তারিখে)
১৩১০৮ কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস( জার্নি শুরু হচ্ছে ২৪.০৬, ২৬.০৬, ২৮.০৬, ০১.০৭, ০৩.০৭ তারিখে)
১৩১০৯ কলকাতা ঢাকা ক্য়ান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ( যাত্রা শুরু হচ্ছে ২৩.০৬, ২৭.০৬ ও ৩০.০৬ তরিখে)।
১৩১১০ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ( যাত্রা শুরু হচ্ছে ২৪.০৬, ২৮.০৬ ০১.০৭.২০২৩ তারিখে)।
১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস( যাত্রা শুরু হচ্ছে ২৯.০৬ ২০২৩ তারিখে
১৩১৩০ খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস( যাত্রা শুরু হচ্ছে ২৯.০৬.২০২৩ তারিখে)
তারপর থেকে এই ট্রেনগুলি স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।