মুশকিল আসান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরামবাগের তেলুয়ায় শুরু হল রাস্তা তৈরির কাজ

তখনই অভিষেক তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ওই বেহাল রাস্তা পরিদর্শনে যান।

Must read

তৃণমূলের (TMC) নবজোয়ার কর্মসূচিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে বিভিন্ন অভাব-অভিযোগের কথা জানিয়েছেন এলাকার স্থানীয়রা। খুব সহজেই দক্ষ হাতে সেই সব সমস্যার সমাধান করছেন তৃণমূল সাংসদ। হুগলিতেও রীতিমতো রাস্তায় শুয়ে সমস্যার কথা অভিষেককে জানিয়ে ছিলেন স্থানীয় বৃদ্ধ। অভিযোগ করার কিছুদিনের মধ্যেই রাস্তা তৈরির প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল।

আরও পড়ুন-বন্ধ হচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস,জানাল রেল

হুগলির (Hoogli) আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া এলাকায় জনসংযোগ যাত্রার সময় রাস্তায় শুয়ে এক বৃদ্ধ শিক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকার রাস্তার সমস্যার কথা জানিয়েছিলেন। ওই শিক্ষকের সঙ্গে এলাকার মহিলারাও জানান সমস্যার কথা। তখনই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন অভিষেক। এবার তাঁর নির্দেশে নতুন রাস্তা পেতে চলেছে গ্রামের মানুষজন। স্থানীয়রা জানান, অভিষেককে জানাতেই রাতারাতি মুশকিল আসান। দুটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। যার মোট দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এরপরই চটজলদি রাস্তার কাজের আশ্বাস মেলায় খুশি গ্রামের মানুষজন।

আরও পড়ুন-কাঁপল দিল্লি-সহ গোটা উত্তর ভারত, উৎসস্থল কাশ্মীর

নব জোয়ার কর্মসূচিতে তেলুয়ায় জনসভা করতে গিয়েছিলেন অভিষেক। তখনই ওই গ্রামের বৃদ্ধ শিক্ষক নবকুমার গুপ্ত অভিষেকের কনভয়ের সামনে শুয়ে পড়ে ওই রাস্তা তৈরি আবেদন জানিয়েছিলেন। ওই শিক্ষকের সঙ্গে ছিলেন এলাকার মহিলারাও। তখনই অভিষেক তাঁদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই হুগলি জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি ওই বেহাল রাস্তা পরিদর্শনে যান।

আরও পড়ুন-কমিশনের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

এই বিষয়ে প্রাক্তন শিক্ষক নবকুমার গুপ্ত বলেন, দীর্ঘ কয়েক বছর গ্রামের রাস্তার বেহাল অবস্থা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় এসেছিলেন। তখনই গাড়ির সামনে অভিযোগ জানানোর পরেই সমস্যার আশ্বাস দিয়েছিলেন। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।

Latest article