কেন্দ্রের সীমাহীন বঞ্চনার বিরুদ্ধে ধরনা-বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, হাওড়ায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মহিলাদের

২০২১-এর বিধানসভা ভোটের হার সহ্য করতে না পেরে প্রতিহিংসা থেকেই কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে

Must read

সংবাদদাতা, হাওড়া : কেন্দ্রের বঞ্চনা, রাজনৈতিক প্রতিহিংসা, ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আটকে রাখা, মিথ্যা কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মহিলা কর্মীরা। মঙ্গলবার হাওড়া জেলা(সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলেপোল মোড়ে সকাল থেকে সন্ধে চলল ধরনা-বিক্ষোভ।

আরও পড়ুন-বাজবলের টানেই টেস্টে ফিরেছি : মইন

নেতৃত্বে ছিলেন হাওড়া সদর মহিলা তৃণমূল সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরী। বালি, উত্তর হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার পুর এলাকার মহিলা তৃণমূল নেত্রী ও কর্মীরা যোগ দেন এই ধরনা-বিক্ষোভে। নন্দিতা চৌধুরী বলেন, ‘‘ধরনা-বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন হাওড়া ও বালি পুর এলাকা থেকে আসা মহিলারা। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলে আমাদের এই কর্মসূচি। আগামী দিনে এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। যতদিন না ১০০ দিনের কাজের প্রাপ্য-সহ রাজ্যের সমস্ত বকেয়া পাওনা মেটানো হচ্ছে ততদিন চলবে আমাদের আন্দোলন। মানুষের অধিকারের ন্যায্য টাকা আটকে রাখা চলবে না।

আরও পড়ুন-বিরোধী প্রার্থীদের গোলাপ তৃণমূল বিধায়কের

২০২১-এর বিধানসভা ভোটের হার সহ্য করতে না পেরে প্রতিহিংসা থেকেই কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। আমরা মানুষের অধিকারের এই টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করে আনবই।’’ ধরনা-বিক্ষোভে সারা দিন ধরেই ছিল মহিলাদের উপচে পড়া ভিড়।

Latest article