প্রতিবেদন : আগামী মরশুম থেকে রেশনের খাদ্যশস্য বিলির ধাঁচে আঙুলের ছাপ মিলিয়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। রাজ্যের খাদ্য দফতর সূত্রে একথা জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে আধার তথ্য যাচাই করে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। তার পরের ধাপ হিসেবে আগামী নভেম্বর মাস থেকে ই পস যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা শুরু হচ্ছে। রাজ্যে মূলত নভেম্বর থেকে অগাস্ট মাস পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ চলে। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কাজের গতি থাকে সব থেকে বেশি।
আরও পড়ুন-বিরোধী প্রার্থীদের গোলাপ তৃণমূল বিধায়কের
উল্লেখ্য, চলতি মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৫৫ লক্ষ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে ৫০ লক্ষ মেট্রিকটন ধান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ধান সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক নতুন প্রযুক্তির সংযোজন ঘটছে এই ক্রয় পদ্ধতিতে। এবার চাষিদের আধার কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে আঙুলের ছাপ স্ক্যান করার যন্ত্র ধানক্রয় কেন্দ্রগুলিতে রাখার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।
আরও পড়ুন-বাজবলের টানেই টেস্টে ফিরেছি : মইন
দফতরের নিজস্ব স্থায়ী কেন্দ্র ছাড়াও একাধিক অস্থায়ী শিবির খুলে ধান কেনা হয়। এবার থেকে স্থায়ী শিবিরের পাশাপাশি, অস্থায়ী কেন্দ্রগুলিতেও এই প্রযুক্তি রাখতে হবে বলে খাদ্য দফতর থেকে জেলা আধিকারিকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সেই নির্দেশ মেনে অধিকাংশ ক্রয় কেন্দ্রে ওই প্রযুক্তি বসানো হয়েছে। ফলে পরবর্তী মরশুম থেকেই সার্বিক ভাবে আঙুলের ছাপ যাচাই করে ধান সংগ্রহের কাজ শুরু হবে।