পরিবারতন্ত্র? ধুইয়ে দিলেন অভিষেক

ট্যুইটে অন্তত ১৪০ জনেরও বেশি বিভিন্ন বিজেপি নেতা-নেত্রীদের ছবি দিয়ে লিখেছেন, পরিবারবাদ কাকে বলে একবার দেখা যাক।

Must read

প্রতিবেদন : প্রধানমন্ত্রীর কুৎসার পাল্টা জবাবে ধুইয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেশি রাতে ট্যুইটে তিনি প্রধানমন্ত্রীকে তাঁর নিজের কথা স্মরণ করিয়ে দিয়ে লেখেন, কখনও মানুষকে তাঁর নিজেরই পরামর্শ অনুসরণ করা উচিত। এরপরই প্রধানমন্ত্রীকে অভিষেকের পরামর্শ, আগে নিজে সেই কাজটি করুন যা অন্যকে বলে থাকেন। এখানেই থেমে থাকেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-বিরোধী প্রার্থীদের গোলাপ তৃণমূল বিধায়কের

ট্যুইটে অন্তত ১৪০ জনেরও বেশি বিভিন্ন বিজেপি নেতা-নেত্রীদের ছবি দিয়ে লিখেছেন, পরিবারবাদ কাকে বলে একবার দেখা যাক। এই ঘটনার মধ্যে দিয়ে আরও একবার প্রধানমন্ত্রীর আমলে ব‌্যাপম কেলেঙ্কারি থেকে শুরু করে মোদি জমানায় রাফায়েল দুর্নীতি, নীরব মোদি-বিজয় মালিয়াদের ব‌্যাঙ্কের টাকা লুঠ করে ফেরার হওয়া, আদানির শেয়ার কেলেঙ্কারি, নারদ কেলেঙ্কারিতে এফআইআরে নাম থাকা সত্ত্বেও গদ্দার অধিকারীর গ্রেফতারি না হওয়া– এসব নিয়ে একটি কথাও প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি। ২০১৪ থেকে শুরু করে এখনও পর্যন্ত তাঁর প্রধানমন্ত্রিত্বকালে দেশে ঐতিহাসিক সব চুরি-জোচ্চুরি, জালিয়াতির ঘটনা ঘটেছে। একের পর এক স্ক্যাম সামনে এসেছে। অথচ সেই তিনি কথা বলছেন বাংলার বিষয় নিয়ে।

আরও পড়ুন-বাজবলের টানেই টেস্টে ফিরেছি : মইন

বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির মতো শিক্ষাক্ষেত্রে এতবড় দুর্নীতি গোটা দেশে নেই। যার অভিযোগ এবং তদন্ত করতে মৃত্যু হয়েছে বহু লোকের। সাংবাদিক থেকে তদন্তকারী অফিসার, বাদ নেই কেউই। অথচ সেসব কথা একবারও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে না। শোনা যায় না তাঁর আমলে ঘটে যাওয়া দুর্নীতির কোনও বিশ্লেষণ। ত্রিপুরায় ১০,৩২৩ শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে বিজেপি সরকার। অথচ বাংলার বদনাম করার জন্য প্রধানমন্ত্রী হয়েও নিজেকে বিজেপি নেতার উপরে তুলতে পারলেন না মোদি।

 

Latest article