সংবাদদাতা, কাটোয়া : হরেক দেশি-বিদেশি প্রজাতির আম নিয়ে রীতিমতো উৎসব (Mango Festival) বসে গেল পূর্বস্থলী স্টেশন লাগোয়া কমিউনিটি হলে। সেখানে রয়েছে হিমসাগর, গোলাপখাস, হাড়িভাঙা, দিগম্বর, মহাচানক, সুইট চিলি, জিয়াংপা, অরুণিমা, পালমার-সহ দেশিবিদেশি ৪২ প্রজাতির রসালো আম। ২৮টি বিদেশি আম হাজির উৎসবে। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাগ। তিনি বলেন, ‘পূর্বস্থলীর আমের খ্যাতি দেশজোড়া।’ উৎসবে প্রবীণ আমচাষি নারায়ণ দাসকে সংবর্ধনার মাধ্যমে আমচাষকে উৎসাহ জোগানো হল। আম উৎসবে এলাকার আমআদমির সঙ্গে যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দিল্লি-ঝাড়খণ্ডের আমরসিকরাও। জানা গিয়েছে, দিল্লির জনপথ হ্যান্ডলুম হাটে সপ্তাহব্যাপী ওয়েস্টবেঙ্গল ম্যাঙ্গো ফেস্টিভ্যালে (Mango Festival) এবারই প্রথম ঠাঁই মিলেছে পূর্বস্থলী ও কালনার হিমসাগর আমের। আগে ওই উৎসবে মালদা-মুর্শিদাবাদ জেলার আমেরই একচেটিয়া প্রতিনিধিত্ব ছিল। কিন্তু রাজ্য সরকারের উদ্যানপালন দফতর পূর্বস্থলী ও কালনার হিমসাগর স্বাদে-গন্ধে-গুণমানে সেরা জানতে পেরে এবার ওই এলাকার আমের যোগদানের উদ্যোগ নেয়। ২০১৩ থেকে মালদা-মুর্শিদাবাদ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সরেস প্রজাতির আম নিয়ে দিল্লিতে আম-উৎসব হচ্ছে। উৎসবে এবার কালনা ও পূর্বস্থলীর ২ কুইন্ট্যাল আম পাঠানো হয়েছে। এ বছর দুই এলাকায় ৩,৯৪০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন প্রায় ২,৬৪৬ মেট্রিক টন। প্রচণ্ড দাবদাহ ও কয়েক দফা কালবৈশাখীর কারণে বহু আম গাছ থেকে পড়ে নষ্ট হয়েছে। রাজ্য আম উৎসবেও এবার পূর্বস্থলী ও কালনার আম পাঠানো হবে বলে উদ্যান পালন দফতর জানায়।
আরও পড়ুন-বিপর্যয়ের জেরে কাঁপছে গুজরাত, একাধিক রাজ্যে সতর্কতা জারি