সকাল থেকেই আজ আকাশের মুখ ভার। বহু প্রতীক্ষার পর স্বস্তির (relief) বৃষ্টি (Monsoon) হবে কলকাতায় (Kolkata) । শনিবার কিছুটা হলেও বৃষ্টি হয়েছিল শহরে। হাওয়া অফিস সূত্রে খবর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদেও ঝড়বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-মরশুমের প্রথম ইলিশ, দাম শুনেই চক্ষু চড়কগাছ
এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ১৮ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে সেটা যদিও আগেই জানিয়েছিল অবহাওয়া দফতর ৷