প্রতিবেদন : নতুন মরশুমের জন্য নিজেদের দল আরও গুছিয়ে নিল ইস্টবেঙ্গল। সোমবার তিন ভারতীয় ফুটবলার মন্দার রাও দেশাই, হরমনজ্যোত খাবরা এবং এডউইন ভ্যান্সপলের নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল লাল-হলুদ। এঁদের মধ্যে ভান্সপলের সঙ্গে দু’বছরের চুক্তি হলেও, বাক দু’জনের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে।
আরও পড়ুন-ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে ভারতীয় দল, সাফে চোখ সুনীলদের
দীর্ঘ সাত বছর পর ইস্টবেঙ্গলে ফিরলেন খাবরা। লাল-হলুদ জার্সিতে দু’টি ফেডারেশন কাপ, সাতটি কলকাতা লিগ, একটি আইএফএ শিল্ড ও একটি সুপার কাপ জিতেছেন খাবরা। দলকে নেতৃত্বও দিয়েছেন। পুরনো ক্লাবে ফিরে উচ্ছ্বসিত খাবরার বক্তব্য, ‘‘মনে হচ্ছে ঘরে ফিরলাম। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। ফুটবলার হিসেবে যা কিছু অর্জন করেছি, তার শুরুটা হয়েছিল লাল-হলুদ জার্সিতে। আবার ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’’ অভিজ্ঞ লেফট ব্যাক মন্দার বলছেন, ‘‘নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি। কার্লেস কুয়াদ্রাদের কোচিংয়ে খেলতে পারবো, এটা ভেবেই ভাল লাগছে। লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামার তর সইছে না।’’
আরও পড়ুন-স্পেনের দখলে নেশনস লিগ, টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ মদ্রিচের ক্রোয়েশিয়ার
চেন্নাইয়িন এফসি থেকে আসা ভ্যান্সপল আবার ভার্সেটাইল ফুটবলার। সাইড ব্যাকের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন। ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাদ বলছেন, ‘‘ভ্যান্সপল শারীরিকভাবে দারুণ ফিট। অফুরন্ত দম। যে কোনও পজিশনে দক্ষতার সঙ্গে খেলতে পারে। মন্দারের মতো অভিজ্ঞ ফুটবলারের উপস্থিতিতে আমাদের দল উপকৃত হবে। আর খাবরা ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন খেলেছে।’’