‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সোমবার রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
এক মুঠো মাটি
এক মুঠো মাটি দাও না মাগো
আমার আঁচল ভরে
মিষ্টি মাটির সোনায় খাঁটি
দেখবে জগৎ জুড়ে।
একটু ধন-ধান্য দিও মা
লক্ষ্মীকে রাখব ধরে
নতুন ফসলে নবান্ন করব
ধানছড়া মাথায় করে।
ছোট্ট ছোট্ট চড়ুই পাখিরা
বসবে ধানের মাঝারে
কিচির মিচির গান গেয়ে তারা
নাচবে ধানকে ঘিরে।
মাটির উঠোন, মাটির বাড়ি
মাটির আপন স্বজন
মাটির বুকেই স্থান দিও মাগো
মাটি যে বড় আপন৷৷