প্রতিবেদন : ৩ মে থেকে মণিপুরে (Manipur violence) শুরু হয়েছে জাতিদাঙ্গা। এখনও পর্যন্ত প্রায় দেড়শো মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৬০ হাজার। যত সময় যাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপির নেতা-মন্ত্রীদের প্রতি মানুষের ক্ষোভ তত বাড়ছে। মণিপুর (Manipur violence) নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকের ঠিক আগে ফের উত্তেজনা ছড়ায় ইম্ফল পূর্ব জেলার চিঙ্গারেলে। শুক্রবার রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় রাজ্যের মন্ত্রী এল সুসিন্দ্রোর একটি গোডাউন। শনিবার মণিপুর পুলিশ জানিয়েছে, সুসিন্দ্রোর গুদামটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার রাতে ওই একই জেলার খুরাইয়ে ভোক্তা ও খাদ্য বিষয়ক মন্ত্রীর আরও একটি সম্পত্তি এবং তাঁর বাসভবনে আগুন দেওয়ার চেষ্টা করে ক্ষিপ্ত জনতা। নিরাপত্তা বাহিনী সময়মতো হস্তক্ষেপ করায় বড় অঘটন ঘটেনি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জন সিংয়ের বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগানো হয়েছিল।
আরও পড়ুন- দিনে ও রাতে বিদ্যুৎ খরচ আলাদা হচ্ছে