নয়াদিল্লি, ২৪ জুন : অগাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়েই ২২ গজে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা। বিসিসিআই সূত্রের খবর তেমনটাই।
যদিও টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri- Jasprit Bumrah) সাফ জানাচ্ছেন, বুমরাকে মাঠে ফেরানো নিয়ে বোর্ড যেন তাড়াহুড়ো না করে। শাস্ত্রীর বক্তব্য, ‘‘বুমরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু ওকে বিশ্বকাপে খেলানোর জন্য যেন কোনও তাড়াহুড়ো না করা হয়। কারণ ফের চোট পেলে ও আরও চার-পাঁচ মাসের জন্য ছিটকে যেতে পারে। মনে রাখতে হবে শাহিন আফ্রিদিকে টি-২০ বিশ্বকাপ খেলিয়ে পাকিস্তান কিন্তু এই ভুলটাই করেছিল।’’ শাস্ত্রী (Ravi Shastri- Jasprit Bumrah) বলছেন, ‘‘বিশ্বকাপ জেতার প্রাথমিক শর্ত সঠিক ভারসাম্যযুক্ত দল। ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারে দুই বা তিনজন বাঁহাতি হলে ভাল হয়। প্রথম ছ’জন ব্যাটারের মধ্যে দু’জন বাঁহাতি হওয়াটা জরুরি।’’ শাস্ত্রী আরও বলেন, ‘‘উইকেটকিপার-ব্যাটার হিসেবে আমাদের হাতে ঈশান কিসান ও সঞ্জু স্যামসন রয়েছে। এঁদের মধ্যে ঈশান বাঁহাতি। এছাড়া বাঁহাতি হিসেবে যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মাদের মতো তরুণরা আছে। যাঁরা অনায়াসে সিনিয়রদের জায়গা নিতে পারে।’’
আরও পড়ুন- সাফের শেষ চারে সুনীলরা