চিকিৎসকদের পরামর্শ মত উচিত ছিল হাসপাতালে থাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই প্রস্তাবে রাজি হলেন না ৷ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরে যান তিনি৷ ফিরেও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে চান তিনি৷ তবে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকতে হবে কি না বা কতদিন লাগবে সুস্থ হতে সেটা এখনই জানা যায়নি।
আরও পড়ুন-প্রয়াত লিথিয়াম ব্যাটারির আবিষ্কর্তা জন গুডএনাফ
হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে এমআরআই করান চিকিৎসকরা৷ এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী বাঁ হাঁটুর লিগামেন্ট এবং কোমরের হিপ জয়েন্টে চোট রয়েছে৷ তাই তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয় কিন্তু রাজি হননি মুখ্যমন্ত্রী৷
আজ জলপাইগুড়িতে সভা করে হেলিকপ্টারে বাগডোগরা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় শিলিগুড়ির কাছে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে যায় ৷ বিপদ বুঝে সেবকে সেনা ছাউনিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ করান দুই পাইলট৷ হেলিকপ্টার জরুরি অবতরণ করায় সিঁড়ির ব্যবস্থা করা যায়নি, তাই লাফিয়ে নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রীর৷
আরও পড়ুন-বাংলার সাতটি রাজ্যসভার আসনে ২৪ জুলাই নির্বাচন
আপাতত বাঁ হাঁটুতে নি ক্যাপ পরে থাকতে বলা হয়েছে৷ আগামিকাল প্রয়োজনে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে বাড়িতেই দেখতে যাবেন৷