বাংলার সাতটি রাজ্যসভার আসনে ২৪ জুলাই নির্বাচন

উল্লেখ্য পশ্চিমবঙ্গ ছাড়া গুজরাটের তিনটি আসন ও গোয়ার একটি রাজ্যসভার আসনের জন্য নির্বাচন ঘোষিত হয়েছে।

Must read

পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোটের (Loksabha election) মধ্যেই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Elections) সামনে। আগামী ২৪ জুলাই হতে চলেছে রাজ্যসভার নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন সেই নির্দেশিকা জারি করে দিয়েছে । রাজ্যসভায় বাংলার মোট ১৬টি আসন রয়েছে। ছ’টি আসন খালি হচ্ছে। আরও একটি আসনে হবে উপনির্বাচন। সব মিলিয়ে বাংলার সাতটি রাজ্যসভার আসনে ২৪ জুলাই নির্বাচন হবে। রাজ্যসভায় পাঁচ তৃণমূল সাংসদের আসন খালি হচ্ছে – ডেরেক’ও ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায়। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের আসনটি খালি হতে চলেছে।

আরও পড়ুন-বিএসএফ এর গুলিতে মারা গেলে হোমগার্ডের চাকরি ও ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার, জলপাইগুড়ি থেকে জানান মুখ্যমন্ত্রী

অন্যদিকে লুইজিনহো ফেলেইরোর আসনটি রয়েছে। সেটিতে উপনির্বাচন হবে। বাংলার ছয় রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ১৮ অগস্ট। লুইজিনহো ফেলেইরোর রাজ্যসভার সাংসদ কালের মেয়াদ ফুরানোর আগেই সাংসদ পদ ছেড়ে দিয়েছেন। ১১ এপ্রিল থেকে তাঁর আসনটি ফাঁকা আছে। সেই আসনটিতে উপনির্বাচন হবে।

আরও পড়ুন-এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী, কুশল জানলেন রাজ্যপাল

উল্লেখ্য পশ্চিমবঙ্গ ছাড়া গুজরাটের তিনটি আসন ও গোয়ার একটি রাজ্যসভার আসনের জন্য নির্বাচন ঘোষিত হয়েছে। এই সবগুলি আসনেই ২৪ জুলাই ভোট হবে। সূত্রের খবর ৬ তারিখ বিজ্ঞপ্তি জারি হবে, ১৩ জুলাইয়ের মধ্যে মনোনয়ন জমা করতে হবে। ১৪ তারিখ মননোয়নের স্ক্রুটিনি হবে। ১৭ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৪ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট চলবে। সেদিন বিকেল ৫টা থেকে গণনা হবে এবং প্রসঙ্গত ২৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Latest article