বিএসএফ এর গুলিতে মারা গেলে হোমগার্ডের চাকরি ও ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার, জলপাইগুড়ি থেকে জানান মুখ্যমন্ত্রী

এদিন সীমান্তবর্তী এলাকায় বিএসএফ (BSF) ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সীমান্তরক্ষী বাহিনীর কাজ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

Must read

পঞ্চায়েত ভোটের (Panchayat election) প্রচারে আজ উত্তরবঙ্গে (North Bengal) ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এদিন নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । এদিন সীমান্তবর্তী এলাকায় বিএসএফ (BSF) ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সীমান্তরক্ষী বাহিনীর কাজ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী, কুশল জানলেন রাজ্যপাল

এদিন জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ-এর গুলিতে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে হোডগার্ডের চাকরি দেওয়া হবে। একইসঙ্গে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। যদিও মমতার দাবি, এই সিদ্ধান্ত নতুন নয়, আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি মনে করি না, বিএসএফ খারাপ। আমি শুধু তাঁদের বলব, তাঁরা যেন নিরপেক্ষভাবে কাজ করেন।’

আরও পড়ুন-‘প্রধানমন্ত্রীর থেকে ১০ গুণ জেদ আমার’ নদীয়া থেকে বিরোধীদের নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সীমান্তরক্ষী বাহিনীর নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানিয়ে এদিন জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা তো দেশরক্ষার কাজ করছেন। কিন্তু অত্যাচার করা উচিত নয়। মানুষের সঙ্গে মিলে কাজ করা দরকার।’

Latest article