গভীর রাত থেকেই প্রবল বজ্রপাত সহ বৃষ্টি আর তার মধ্যেই আজ উল্টো রথযাত্রা (Rathyatra)। কলকাতায় রয়েছে বেশ কিছু ছোট-বড় রথের অনুষ্ঠান। কিন্তু সব থেকে বড় রথযাত্রা হতে চলেছে ইসকন কর্তৃপক্ষের তরফে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে রথযাত্রা মিন্টো পার্কের ইস্কন মন্দিরে গিয়ে শেষ হবে। বেলা ১টা থেকে আজকের রথযাত্রার শুরু হবে। দশটা থেকেই শুরু হয়েছে অনেকরকম ধর্মীয় আচার অনুষ্ঠান। ময়দানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন-বিরাটের জন্য কাপ জিতুক ভারত : বীরু
ইসকন কলকাতা কর্তৃপক্ষের রাধারমন দাস এই বিষয়ে জানিয়েছেন, বুধবার সকাল দশটায় শুরু হবে পাহান্ডি বিজয়। জগন্নাথ, বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হবে মন্দির থেকে রথে। দু’ঘণ্টার বেশি সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান। বেলা একটা নাগাদ রথের রশিতে টান দেওয়া শুরু হবে। কলকাতা পুলিশ ও ইসকন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বুধবার বেলা একটা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ময়দানের পার্ক স্ট্রিট এলাকায় ইসকনের অস্থায়ী মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে শুরু হবে রথযাত্রা। জহরলাল নেহেরু রোড ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। সেখান থেকে ডানদিকে এস এন ব্যানার্জি রোড ধরে মৌলালি জংশন হয়ে সিআইডি রোডে যাবে রথযাত্রা।
আরও পড়ুন-আত্মঘাতী গোলে ড্র ভারতের
ইসকন কর্তৃপক্ষের এই রথযাত্রা সিআইটি রোড থেকে শ্রাবন্তী অ্যাভিনিউতে ঢুকবে। সেখান থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং হয়ে শেক্সপিয়ার সরণী দিয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট যাবে রথ। এরপর অ্যালবার্ট রোড বা উত্তম কুমার সরণী হয়ে রথ যাবে মিন্টো পার্কের ইসকন মন্দিরে। ২০ জুন সোজা রথযাত্রায় সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে প্রথম বলরামের রথ ময়দানে মাসির বাড়িতে যায়। সব রথ রাত আটটা নাগাদ এসে পৌঁছয়। কমপক্ষে তিন লক্ষ ভক্তেরা প্রসাদ গ্রহণ করে ময়দানে ইসকনের ক্যাম্প থেকে।
আরও পড়ুন-সিপিএম-বিজেপি কাকার বিরুদ্ধে লড়ছেন সুরজিৎ
জানা গিয়েছে ৫২ তম এবারের ইসকন রথযাত্রায় কলকাতায় ১৫ লক্ষের বেশি লোক সমাগম হয়েছে৷ ইসকন কর্তৃপক্ষ বিশ্বের ১৭০ টি দেশে ৬৮র ও বেশি রথযাত্রার আয়োজন করেছে।