গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী, হাসপাতালে দেখতে গেলেন পার্থপ্রতিম রায়

পঞ্চায়েত নির্বাচনে (panchayat election) হেরে যাওয়ার ভয়ে বিজেপির সন্ত্রাস থামছেই না কোচবিহার জেলায়। দিনহাটার গীতালদহে চলল গুলি।

Must read

কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনে (panchayat election) হেরে যাওয়ার ভয়ে বিজেপির সন্ত্রাস থামছেই না কোচবিহার জেলায়। দিনহাটার গীতালদহে চলল গুলি।মঙ্গলবার রাতে নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী। গুলিবিদ্ধ সাহানুর হককে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত সাহানুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজলি খাতুনের ভাই। আক্রান্ত সাহানুরের পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। দিনহাটা থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-আজ উল্টোরথ, বৃষ্টির মধ্যেই পথে নামবে ইসকনের রথ

তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী বিজলি খাতুনের হয়ে তার ভাই সাহানুর রাতে নির্বাচনের প্রচার শেষে বাড়ি ফিরছিলেন। অভিযোগ তখনই বিজেপি কর্মীরা তার পথ আটকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দিনহাটা হাসপাতালে ও পরে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত শাহানুর হক জানিয়েছেন, আচমকাই বিজেপি তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কেন তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচার করছেন সেটাই বিজেপির কাছে দোষের। সে কারণেই প্রচারে বাঁধা দিতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। রাতে বেসরকারি হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।

Latest article