দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র, নিখোঁজ

এলাকায় এই ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল তল্লাশী শুরু করে

Must read

মঙ্গলবার বিকালে দামোদরে (Damodar) স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র। দুর্গাপুর ব্যারেজে (Durgapur Barrage) এলাকায় এই ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল তল্লাশী শুরু করে।

আরও পড়ুন-গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী, হাসপাতালে দেখতে গেলেন পার্থপ্রতিম রায়

তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম সৌম্যজিত সাহা, শুভজিত নস্কর, ভিকে শীল। তারা দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ৮ জন বন্ধু মিলে দামোদরে স্নান করতে গিয়েছিল। জলে স্নান করতে নেমে তলিয়ে যায় একজন। তাকে বাঁচাতে গিয়ে আরও দুই বন্ধু জলে তলিয়ে যায় বাকি। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। সন্ধ্যা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন-আজ উল্টোরথ, বৃষ্টির মধ্যেই পথে নামবে ইসকনের রথ

যদিও এটা নতুন নয়, এর আগেও ২০২২ সালের ২৭ অক্টোবর দুর্গাপুর ব্যারাজে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুর্গাপুর বেনাচিতির বাসিন্দা মধু শর্মা নামে এক যুবক। পরদিন তার মৃতদেহ উদ্ধার হয়। তার কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়ে তলিয়ে যায় আফজল খান নামে এক কিশোর। ওই বছরই ১০ সেপ্টম্বর দামোদরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হয় ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মৃতের নাম শুভম সান্তম রাজু (২২)। তার তেলেঙ্গানায় বাড়ি। দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) বি টেক তৃতীয় বর্ষের ছাত্র ছিল সে।

Latest article