নদীতে কনেযাত্রীদের ট্রাক পড়ে মৃত্যু একাধিক শিশু সহ অন্তত ১২ জনের

জানা গিয়েছে নিহত ব্যক্তিরা মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোয়ালিয়রের বিলহেটি গ্রামের থেকে টিকমগড়ের জাটারায় যাচ্ছিল ।

Must read

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়ায় এক সড়ক দুর্ঘটনায় (Road accident) মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশু। একটি ট্রাকে করে কনেযাত্রীরা গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড়ে যাচ্ছিলেন। বুহারা নামক একটি গ্রামে দুর্ঘটনার কবলে পরে ট্রাকটি। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের নদীতে পড়ে যায়।

আরও পড়ুন-দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র, নিখোঁজ

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তারা। দুর্ঘটনায় অন্তত পক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছিল কিছু শিশু। এক বৃদ্ধা মহিলাও রয়েছেন। নিখোঁজদেক জল থেকে তুলতে তল্লাশি চলছে।

আরও পড়ুন-গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী, হাসপাতালে দেখতে গেলেন পার্থপ্রতিম রায়

জানা গিয়েছে নিহত ব্যক্তিরা মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোয়ালিয়রের বিলহেটি গ্রামের থেকে টিকমগড়ের জাটারায় যাচ্ছিল । দাতিয়ার বুহারা গ্রামের থেকে একটু দূরে নির্মাণাধীন সেতুর কাছে তাদের গাড়ি উল্টে গিয়েছিল। গাড়িটি নদীতে পড়ার ফলে এত মানুষের ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় প্রায় ৩ ডজন মানুষ আহত হয়েছে। তবে ঠিক কীভাবে গাড়িটি উল্টে গেল সেটা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন-আজ উল্টোরথ, বৃষ্টির মধ্যেই পথে নামবে ইসকনের রথ

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ঘোষণা করেন নিহদতেক নিকট পরিজনদের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের সরকারের তরফে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে ।

Latest article