জিলিপি, চারাগাছ বিলি করে ভোটপ্রচার তৃণমূলের

Must read

সংবাদদাতা: বুধবার উল্টোরথের দিন তৃণমূল কংগ্রেসের অভিনব ভোটপ্রচারের সাক্ষী থাকলেন উদয়নারায়ণপুরের মানুষ। সিংটি পঞ্চায়েতের (Panchayat Election- TMC) রাজাপুর, সিংটি বাজার, বাসস্ট্যান্ড, সিনেমাতলা প্রভৃতি এলাকায় পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করিয়ে প্রচার চালাল তৃণমূল। সেই সঙ্গে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে সবার হাতে তৃণমূল নেতৃত্বের তরফে একটি করে চারাগাছও তুলে দেওয়া হয়। দলীয় কর্মীদের সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল চেয়ারম্যান ও বিধায়ক সমীর পাঁজা। সকাল থেকেই জিলিপি ও চারাগাছ বিতরণের মাধ্যমে চলে ভোটপ্রচার। প্রায় আড়াই কুইন্টাল জিলিপি বিলি করা হয়। এরই সঙ্গে ২ হাজার ৩০টি চারাগাছও বিতরণ করা হয়। দলীয় কর্মীদের সঙ্গে পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের হাতে জিলিলির প্লেট ও চারাগাছ তুলে দেন এলাকার জেলা পরিষদ প্রার্থী সুলেখা পাঁজাও। মানুষকে জিলিপি খাইয়ে ও হাতে চারাগাছ তুলে দিয়ে তৃণমূলের অভিনব এই ভোটপ্রচারকে (Panchayat Election- TMC) ঘিরে এলাকাবাসীদের উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে।

আরও পড়ুন- মানুষের সাড়াতেই প্রমাণ, বাংলায় তৃণমূল ছাড়া দল নেই

Latest article