রাজ্যপালকে ফের কালো পতাকা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : এক্তিয়ারের বাইরে যাচ্ছেন রাজ্যপাল (Governor CV Ananda bose)। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। রাজ্যপালের এই আচরণে তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। নিয়মবহির্ভূতভাবে ১১ জন উপাচার্যকে নিয়ে বৈঠক করতে গিয়ে বুধবার ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের শিক্ষা দফতরকে অন্ধকারে রেখে নিজের ইচ্ছেমতো ১১ জনকে উপাচার্য হিসেবেও নিয়োগ করেছে রাজ্যপাল। বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১১ জন উপাচার্যকে ডেকে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এদিনই কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই নিয়োগ ত্রুটিহীন। রাজ্যপালের ডাকা বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১ জন উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বৈঠকে যোগ দিতে আসেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজ্যপালের কনভয় প্রবেশ করতেই তৃণমূল ছাত্র পরিষদ-সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। রীতিমতো কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলে। বিক্ষোভের মধ্যেই রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা রাজ্যপালকে (Governor CV Ananda bose) বিক্ষোভ থেকে বের করে নিয়ে আসে। এরপরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন রাজ্যপাল। এখানে অস্থায়ীভাবে নিয়োগ করা ১১ জন উপাচার্যের সঙ্গে বৈঠক করেন তিনি। নিজের সিদ্ধান্তমতে রাজ্যপাল ১১ জন উপাচার্যকে নিয়োগ করেছেন। যদিও এই বিষয়ে রাজ্যের শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করেননি। তাই অবৈধভাবে নিয়োগ করা ১১ জন উপাচার্যকে রাজ্য সরকার বেতন দিতে পারবে না তা পরিষ্কার জানিয়ে দিয়েছে শিক্ষা দফতর।

আরও পড়ুন- ফিজিওথেরাপি চলছে মুখ্যমন্ত্রীর

Latest article