মোহালির বাদ পড়া নিয়ে বিতর্ক

Must read

নয়াদিল্লি, ২৮ জুন : মোহালি (Mohali stadium) কেন বিশ্বকাপের ম্যাচ পায়নি, তার জবাব দিলেন রাজীব শুক্লা। বলেছেন মোহালির এই স্টেডিয়াম আইসিসির বর্তমান স্ট্যান্ডার্ডের সঙ্গে মানানসই নয়। আর আইসিসির অনুমতি ছাড়া মোহালিকে ম্যাচ দেওয়া সম্ভব ছিল না।
বিশ্বকাপের যে ১২টি ভেনুতে এবার খেলা হবে, তাতে মোহালি নেই। অথচ, দেশের অন্যতম সেরা কেরিকেট স্টেডিয়াম হল মোহালি। বিশ্বকাপের সূচি ঘোষণার পর পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিং মিত হায়ার এতে রাজনীতির হাত খুঁজে পেয়েছেন। তিনি বলেন, বিশ্বকাপের ভেনু থেকে পাঞ্জাবের মোহালিকে (Mohali stadium) বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। পাঞ্জাব সরকার এই বিষয়টিকে বোর্ডের কাছে নিয়ে যাবে।” প্রসঙ্গত, মোহালির মতোই ম্যাচ পায়নি নাগপুরও।
ভারতে এর আগে ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল ২০১১-তে। সেবার মোহালিতে ভারত-পাক সেমিফাইনাল হয়েছিল। তবে পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর অভিযোগের জবাবে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, এই প্রথম ১২টি ভেনু বাছা হয়েছে বিশ্বকাপের জন্য। এত ভেনু আগে কখনও হয়নি। এই ১২টি ভেনুর মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ হবে গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে। গুয়াহাটিতে খেলবে ভারত ও ইংল্যান্ড। বাকিগুলিতে হবে লিগের ম্যাচ।
বোর্ডের সহ-সভাপতি আরও জানিয়েছেন, এবার বেশি ভেনুতে বিশ্বকাপের ম্যাচ হবে। দক্ষিণের চারটি, মধ্যাঞ্চলের একটি, পশ্চিম ও উত্তরের দুটি করে ভেনুতে খেলা হবে। উত্তরের দুটি ভেনু হল দিল্লি ও ধরমশালা। পূর্বাঞ্চলের যে ভেনুতে খেলা হবে সেটি হল ইডেন গার্ডেন্স। এছাড়া গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ার্ম-আপ ম্যাচ। তবে রাজীব শুক্লা জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ না পেলেও মোহালির দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ পাওয়া আটকে থাকবে না।

আরও পড়ুন- সেমিফাইনালে ভারত বনাম লেবানন

Latest article