বৃষ্টির দাপট, কলকাতায় ভাঙল গাছ

Must read

প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস মতোই রাজ্যজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি (Rainfall- West Bengal)। মঙ্গলবার রাত থেকেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই বুধবার সকালে ভারী বৃষ্টির জেরে গাছ ভেঙে পড়ে বিপত্তি শহরে। দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ে একটি অশ্বত্থ গাছ ভেঙে রাস্তায় পড়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরকর্মীরা, পৌঁছয় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। এদিন তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বুধবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় একটানা মাঝারি বৃষ্টি হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় (Rainfall- West Bengal) বুধবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমেছে।

আরও পড়ুন- বিপুল সাড়া মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে, ৩মাসে আবেদনের সংখ্যা ছাড়াল ৭০হাজারের গণ্ডি

Latest article