প্রতিবেদন : প্রতি বছর ক্রমবর্ধমান গরমের প্রকোপ ও তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ তৈরি করেছে। এই এসওপির উপর ভিত্তি করে সরকারের মোট ছ’টি দফতর, পুরসভা, পঞ্চায়েত এবং জেলা প্রশাসন জনস্বার্থে কাজ করবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তৈরি করা এসওপি অনুযায়ী, জনস্বাস্থ্য কারিগরি দফতর রাজ্যের বিভিন্ন এলাকায় ছোট ছোট চালাঘর এবং শেড তৈরির দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন-গঙ্গাভাঙন রুখতে বসানো হল ম্যানগ্রোভ
শহর এবং গ্রামাঞ্চলে তৈরি হবে ছাউনি দেওয়া বাসস্ট্যান্ড। গরমে বাড়াতে হবে পানীয় জলের সরবরাহ। এর পাশাপাশি স্বাস্থ্য দফতর প্রস্তুত রাখবে ‘র্যাপিড রেসপন্স টিম’। পর্যাপ্ত পরিমাণে ওআরএস সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। যেসব জায়গাগুলিতে ভিড় জমে, সেসব জায়গায় মেডিক্যাল ক্যাম্পে ফার্স্ট এডের ব্যবস্থাও রাখতে হবে৷ এছাড়াও বলা হয়েছে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জেলা স্তরে দ্রুত পৌঁছতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করবে বিপর্যয় মোকাবিলা দফতর। বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক প্রচার অভিযান ও শিবিরের আয়োজন করবে তথ্য ও সংস্কৃতি দফতর।
আরও পড়ুন-ক্যান্সার-আক্রান্তদের জন্য চুল দান করলেন হুগলির অনুষ্কা
এছাড়াও পুর ও নগরোন্নয়ন দফরের সহযোগিতায় প্রতিটি পুরসভা ধরে এলাকা ভিত্তিক ‘হিট ওয়েভ অ্যাকশন প্ল্যান’ তৈরি হবে। এই এসওপি দীর্ঘমেয়াদি ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রবল গরম থেকে কীভাবে আত্মরক্ষা করতে হবে প্রতিবছরই সে বিষয়ে ‘অ্যাডভাইজারি’ বা ‘নির্দেশিকা’ জারি করে রাজ্য সরকার। তবে বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনা করে পাকাপাকি ভাবে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) তৈরি করা হল বলে জানা গিয়েছে।