শনিবার ৮ই জুলাই হতে চলেছে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat election)। আদালতের নির্দেশে ৫০:৫০ অনুপাতে বুথে কেন্দ্রীয় বাহিনী (central force) ও রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এই অবস্থায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন (election commission)। তবু ভোট দিতে গিয়ে কোন সমস্যা চলে পড়লে জনগণ সরাসরি ফোন করে নির্বাচন কমিশনকে ফোন করে জানাতে পারবেন। এই কারণেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম। প্রতিটি জেলায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক থাকতে চলেছেন আর তার নম্বর দেওয়া থাকছে তালিকায়।
দেখে নিন সেই তালিকা:
বাঁকুড়া স্পেশাল পর্যবেক্ষক নীলাঞ্জনা দাশগুপ্ত – 90461 40452
আলিপুরদুয়ার স্পেশাল পর্যবেক্ষক মহম্মদ ইকলাখ ইসলাম, আইএএস – 704784998/ 9836172882
বীরভূম জেলার জন্য পর্যবেক্ষক – জয়দীপ দত্তগুপ্ত, 7551064046
দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক – দীপঙ্কর চৌধুরী, 8972494807
কোচবিহার জেলার জন্য পর্যবেক্ষক – প্রসেনজিৎ হানস, 7583985214
হুগলি জেলার পর্যবেক্ষক নন্দিনী ঘোষ, 7439985318
দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য পর্যবেক্ষক – প্রভুধ্য দত্ত দ্রাবিড় প্রধান, 94341155218/ 8250883909
হাওড়া জেলার জন্য অজয় ভট্টাচার্য – 6292317904
নদিয়া জেলার পর্যবেক্ষক – অচিন্ত্য কুমার পতি, 9046694730
ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক – গোলাম হাসান ওবাদির রহমান, 8918970277
মালদা জেলার পর্যবেক্ষক – নিরঞ্জন কুমার, 9749837179