প্রতিবেদন : এএফসি কাপের (AFC Cup) প্রাথমিক পর্বে মোহনবাগান সুপারজায়ান্টের (Mohun Bagan Super Giant) ম্যাচ এক দিন পিছোল। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সূচি অনুযায়ী যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের ম্যাচ নির্ধারিত ছিল ১৫ অগাস্ট। কিন্তু সেদিন ভারতের স্বাধীনতা দিবস থাকায় পুলিশি নিরাপত্তা দেওয়া কঠিন ছিল। তাই মোহনবাগানের (Mohun Bagan Super Giant) তরফে এএফসি-র কাছে আবেদন করা হয়, ম্যাচ একদিন এগিয়ে বা পিছিয়ে দেওয়ার জন্য। বিধাননগর পুলিশ ১৬ অগাস্ট ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়ার পর তা এএফসি-কে জানিয়ে দেয় মোহনবাগান।
এএফসি-ও পরিবর্তিত সূচিতে সম্মতি দিয়েছে। ফলে ফুটবলপ্রেমী দিবসেই যুবভারতীতে ঘরের মাঠে এএফসি কাপের প্রাথমিক পর্বের ম্যাচ খেলবে জুয়ান ফেরান্দোর দল।
আরও পড়ুন- নন্দীগ্রামেই চোর-চোর-চোরটা স্লোগান! শুনে অশালীন মন্তব্য গদ্দার অধিকারীর