শিশু গলায় স্লোগান, দিদি জিন্দাবাদ

হাঁটু থেকে ফ্লুইড বের করা হল মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) হাঁটুর চোটের জন্য অর্থস্কোপি করা হল। অর্থস্কোপি অর্থাৎ হাঁটুর জল বের করা হয়। ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডাঃ রাজেশ প্রামাণিক ও রেডিওলজি বিভাগের প্রধান ডাঃ অর্চনা সিংহ অস্ত্রোপচার করেন। ইন্টারভেনশন অর্থস্কোপির পর ফের চিকিৎসকরা অস্ত্রোপচারের রেকর্ডিং একবার দেখে নেন। এরপর তিনি বাড়ি ফিরে যান। কয়েকদিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে সেইসঙ্গে ফিজিওথেরাপিও চলবে। বৃহস্পতিবার ২টোয়
এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী। নানারকম পরীক্ষাপর্ব চালান চিকিৎসকরা। ডেক্সা স্ক্যান করা হয়। দুপুরে একটি বিভাগ থেকে বেরচ্ছেন তখন হঠাৎ কচি গলায় আওয়াজ শুনতে পান, দিদি জিন্দাবাদ।

আরও পড়ুন- কাল ভোট, এখনও প্রতিশ্রুতি মতো এল না বাহিনী

বিস্মিত মুখ্যমন্ত্রী ঘুরে তাকান। দেখেন বাবার কোলে এক খুদে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তার দিকে ফিরে তাকাতেই হাত নাড়া শুরু করে ছোট্ট মেয়েটি। মুখ্যমন্ত্রী গাল টিপে আদরও করলেন। নাম সিফা। বাড়ি হাবড়ায়। মেয়ের বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর দু’চার কথা হল। মেয়েটির মা অসুস্থ হয়ে ভর্তি। তাঁর চিকিৎসা নিয়ে নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যাচ্ছেন আর পিছন থেকে সিফা তখনও স্লোগান দিচ্ছে, দিদি জিন্দাবাদ।
অস্ত্রোপচারের পর মুখ্যমন্ত্রীকে ফের একদফা পরীক্ষা করলেন ডাঃ সরোজ মণ্ডল। ছিলেন অধিকর্তা ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়ও। সন্ধে ৬টা নাগাদ আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের থেকে জেনে নেন, আগামী কয়েকদিন কীভাবে থাকতে হবে। বাড়ি যাওয়া সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

Latest article