সংবাদদাতা, জঙ্গিপুর : ফের একক সংখ্যাগরিষ্ঠতার জোরে মুর্শিদাবাদ জেলা পরিষদ পেল তৃণমূল কংগ্রেস (TMC- Murshidabad)। ৭৮ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৭১টি, বামেরা দুটি, কংগ্রেস বাকি পাঁচ। তৃণমূল জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বাম ও কংগ্রেস প্রার্থী দুটি আসনে জয়ী হয়েছে এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পাঁচ আসনে জয়ী হয়েছে কং এবং বামেরা। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ৭০ আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূল পেয়েছিল ৬৯। একটিতে জয়ী হয়েছিল কংগ্রেস।
মুর্শিদাবাদে (TMC- Murshidabad) ২৬ পঞ্চায়েত সমিতির ২৪টিতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। রানিনগর ২ পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠ এবং জলঙ্গি পঞ্চায়েত সমিতিতে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
জেলার ২৫০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ২২১টিতে। বিজেপি দুটি, বামেরা পাঁচ, কংগ্রেস দুটি এবং ২০টিতে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গ্রামীণ ভোটাররা যাঁদেরকে প্রতিনিধি করলেন তাঁরা যেন মানুষের হয়ে কাজ করেন। দলের এই বিপুল সাফল্যের কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডল বলেন, ভোটের ফল প্রমাণ করে দিয়েছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন। সংগঠনিক জেলা চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, অভিষেক বন্দ্যোপাধায়ের নবজোয়ার কর্মসূচিরও সুফল মিলেছে নির্বাচনে।
আরও পড়ুন-ফের খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি