মনোনয়ন পেশ তৃণমূল প্রার্থীদের

Must read

প্রতিবেদন : আজ বিধানসভায় রাজ্যসভার (Rajya Sabha Poll- TMC) জন্য মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের ছয় প্রার্থী। বুধবার বেলা ১২টা নাগাদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রকাশচিক বরাইক, সাকেত গোখেল ও সমীরুল ইসলাম বিধানসভায় পৌঁছন। চিফ হুইপ নির্মল ঘোষের ঘরে তাঁদের নিয়ে বসেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ডেপুটি চিফ হুইপ তাপস রায়। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে প্রত্যেকের কাগজপত্র দেখে নেওয়া হয়। একাধিকবার পরীক্ষা করে প্রয়োজনীয় সই-সাবুদ সেরে ছয় প্রার্থীকে নিয়ে বাকিরা মনোনয়ন পেশ করতে নিয়ে যান। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Poll- TMC)। ১৩ জুলাই মনোনয়ন জমার শেষ দিন। এবারের প্রার্থী তালিকায় তিনজন পুরনো মুখ যেমন পুনরায় নির্বাচিত হয়েছেন দলের তরফে। সঙ্গে সাকেত গোখেল, প্রকাশচিক বরাইক ও সমীরুল ইসলামের মতো নতুন মুখও রয়েছে। পুরনো ও নতুনের মিশেলেই প্রার্থী তালিকা তৈরি করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এই তালিকায় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব রয়েছে। এই নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। সমাজের প্রত্যেকটি অংশকে দল কতটা গুরুত্ব দেয় রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা তার প্রকৃষ্ট উদাহরণ।

আরও পড়ুন- গোটা বিশ্বেই বাড়বে দারিদ্র, স্কুলছুট, লিঙ্গবৈষম্য

Latest article