ফের খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি

Must read

প্রতিবেদন : জুনের মাঝামাঝি থেকেই গোটা দেশে ফের বিভিন্ন পণ্যের দাম (Retail Goods price) বাড়তে শুরু করেছে। বিশেষ করে শাক-সবজি, আনাজপাতি, ডিম ও মাংসের দাম অস্বাভাবিক বেড়েছে। ঘটনার জেরে আমজনতার অস্বস্তি বাড়িয়ে জুন মাসে ফের বাড়ল খুচরো পণ্যের মুল্যস্ফীতি। মে মাসের তুলনায় (৪.৩১ শতাংশ) জুন মাসে খুচরো পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৪.৮১ শতাংশ। যদিও সরকারের পূর্বাভাস ছিল, খুচরো পণ্যের (Retail Goods price) মূল্যবৃদ্ধি হতে পারে ৪.৫৮ শতাংশ। সরকারের সেই পূর্বানুমানকেও ছাপিয়ে গিয়েছে বাস্তব পরিস্থিতি। মে মাসে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হারছিল ২.৯৬ শতাংশ। কিন্তু জুন মাসে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৪.২৯ শতাংশে। ২০২২-এর জুনের তুলনায় চলতি বছরের জুন মাসে সবজির দাম বেড়েছে ১২ শতাংশ। বুধবার জাতীয় পরিসংখ্যান কার্যালয় এই তথ্য জানিয়েছে। গত বছরেও দেশের প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল আকাশছোঁয়া। চাল, ডাল, ভোজ্য তেল কিনতে গিয়ে মানুষকে কার্যত চোখের জলে-নাকের জলে হতে হয়েছিল।

আরও পড়ুন- লাল সতর্কতা জরি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে

Latest article