প্রতিবেদন : রাতভর বৃষ্টির জেরে সেবক-এর কাছে ১০ নং জাতীয় সড়কে নেমেছে ধস (Sevoke- Landslide)। প্রশাসনের চেষ্টায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় রাস্তা পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তবে জারি রয়েছে সতর্কতা। পাশাপাশি ডুয়ার্সে বৃষ্টির পরিমাণ কমেছে। প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এশিয়ান হাইওয়ে অনেকটাই স্বাভাবিক করা হয়েছে। নিচ দিয়ে আর জল বইছে না। ফলে যাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে কোনওরকম দুর্ঘটনা এড়াতে রয়েছে পুলিশ পাহারা। যাত্রীদের সতর্কও করা হয়েছে। পাশাপাশি সেবকে জাতীয় সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হলেও রয়েছে পুলিশের পাহারা। গত মাসেও পাহাড়ি রাস্তায় নেমেছিল ধস (Sevoke- Landslide)। ফের বিরিক দারা রোডের কাছে ১০ নং জাতীয় সড়ক। এই রাস্তাটি মূলত সিকিম এবং কালিম্পংয়ের মাঝে লাইফলাইন হিসেবে কাজ করে। যার ফলে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। তবে তৎপর প্রশাসনের চেষ্টায় ঘণ্টা দুয়েকের মধ্যেই রাস্তা স্বাভাবিক হয়। উল্লেখ্য, বঙ্গে বর্ষা প্রবেশের পর দক্ষিণে সেভাবে দেখা না মিললেও, উত্তরে প্রবল বর্ষণ কমবেশি হয়েই চলেছে। তার মধ্যে যে ৫টি জেলায় আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে। অপরদিকে, বৃষ্টির তোড়ে ভাসছে তরাই-ডুয়ার্স। নাস্তানাবুদ জেলাগুলি। বৃহস্পতিবার রাতভর রেকর্ড বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে নন্দীগ্রামে শান্তির বার্তা তৃণমূলের