বিজয়োৎসব নয়, দুর্গতদের পাশে তৃণমূল

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স (Dooars)। পঞ্চায়েতের বিজয়োৎসব বন্ধ রেখে দলীয় নেতা-কর্মীদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক (Prakash chik baraik)। এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন দাখিল করতে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক (Prakash chik baraik) কলকাতায় রয়েছেন। জেলায় বন্যা পরিস্থিতির খবর তাঁর কানে পৌঁছতেই, তিনি সেখান থেকেই দলীয় নেতা-কর্মীদের বিজয়োৎসব ভুলে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এই প্রসঙ্গে টেলিফোনে প্রকাশ জানান, বিগত পঞ্চায়েত ভোটে মানুষ আমাদেরকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে, আমরা বিপুল জয় পেয়েছি। মানুষের দুর্গতির সময় আমরা বিজয়োৎসব কখনওই করতে পারি না। তাই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি অন্য সবসময় আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াই, এবারও সেভাবেই তাদের পাশে দাঁড়াতে হবে। আবহাওয়া উপেক্ষা করেই বিপর্যস্ত এলাকায় পৌঁছে যান জেলা তৃণমূল চেয়ারম্যান মৃদুল গোস্বামী। গোটা এলাকা ঘুরে দেখেন। স্থানীয় নেতৃত্বদের সঙ্গেও কথা বলেন তিনি। কথা বলেন দুর্গত মানুষদের সঙ্গেও। প্রবল বৃষ্টির ফলে আলিপুরদুয়ার জেলা দিয়ে বয়ে যাওয়া নদীগুলিতে ভুটান পাহাড় থেকেও নেমে আসে অতিরিক্ত জল। ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। বৃহস্পতিবার সকাল থেকেই জলের তলায় চলে যায় আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, কালচিনি, ফালাকাটার বিস্তীর্ণ এলাকা। হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। তোরসা নদীর জলে ভেসে গিয়ে নিখোঁজ হন আর এক ব্যক্তি। বন্যাদুর্গত মানুষদের উদ্ধার করতে কালচিনির মেচপাড়া চা-বাগানে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাহায্য নিতে হয় জেলা প্রশাসনকে। যদিও শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ধস সেবকে, প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক রাস্তা

Latest article