স্নাতকোত্তরে ভর্তি শুরু হচ্ছে

Must read

প্রতিবেদন : আগামী শিক্ষাবর্ষের জন্য স্নাতকস্তরে (post graduate) ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার স্নাতকোত্তরস্তরে ভর্তির নির্ঘণ্ট জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর (post graduate) স্তরে অনলাইনে ছাত্র-ছাত্রীদের ভর্তি-প্রক্রিয়া শুরু হবে। ৩ অক্টোবর থেকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিকে চূড়ান্ত সেমিস্টারের ফলাফল ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করতে হবে। ভর্তির বিভিন্ন নির্ঘণ্ট-সহ স্নাতকোত্তরে ভর্তির বেশ কিছু নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দফতর। যেমন নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেশি গুরুত্ব দিতে হবে। নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য রাখতে হবে ৮০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা। বাকি ২০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্র-ছাত্রীদের জন্য রাখা থাকবে। আসন সংরক্ষণের ক্ষেত্রে রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেদের পড়ুয়াদের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। সেখানে বাকি ১০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখার কথা জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। তবে ওই সংরক্ষিত আসনে নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভর্তি না হলে সেখানে নিতে হবে বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। সেক্ষেত্রে বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রসঙ্গত ১ জুলাই থেকে শুরু হয়েছে ২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির প্রক্রিয়া।

আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ধস সেবকে, প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক রাস্তা

Latest article