প্রতিবেদন : সাত গোল দিয়ে কলকাতা লিগে অভিযান শুরুর পর আত্মতুষ্টিকেই ভয় পাচ্ছে মহামেডান। শুরুতেই বিরাট ব্যবধানে জেতার পর দলকে সতর্ক করে দিয়েছেন মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তিন প্রধানের হয়ে খেলা মেহরাজ জানেন, ময়দানে সমর্থকদের আবেগ ও হতাশার বহিঃপ্রকাশ। একটা ম্যাচে দারুণ জয়ের পরেও মুহূর্তের ভুলে শিবিরে হতাশা এনে দিতে পারে। তাই শনিবার নতুন লড়াইয়ে নামার আগে ফুটবলারদের নতুন করে উজ্জীবিত করছেন মহামেডান কোচ।
আরও পড়ুন-দিল্লিতে বানভাসি উদ্ধারে সেনা
নিজেদের মাঠে শনিবার মহামেডানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। যারা ময়দানের জায়ান্ট কিলার হিসেবে পরিচিত। এক সময় আই লিগে খেলা ইউনাইটেড বড় দলের বিরুদ্ধে সবসময় বাড়তি উদ্যম নিয়ে খেলে। তাই মহামেডানের সামনে লড়াই সহজ হবে না। ইউনাইটেডও লিগে প্রথম ম্যাচ জিতেছে। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচের আশায় ময়দানের ফুটবলপ্রেমীরা। মহামেডান নিজেদের মাঠে সমর্থকদের সামনে খেলবে। তার উপর আগের বড় জয়ের আত্মবিশ্বাস সঙ্গী। তাই ফেভারিট হিসেবেই এই ম্যাচে নামবে মেহরাজের দল।
আরও পড়ুন-বিশ্বের বাসযোগ্য শহরগুলির তালিকায় প্রথম ১০০-য় নেই ভারতের কোনও শহর
মহামেডান কোচ বলেছেন, ‘‘একটা বড় জয়ের পর দলের মধ্যে হালকা মেজাজ চলে আসাটা স্বাভাবিক। কিন্তু সেটা যাতে না হয়, আমরা দেখছি। সমর্থকদের জন্য, খেলোয়াড়, ক্লাবের জন্য আগের ম্যাচ খুব সুখের ছিল। আমরা বড় জয় পেয়েছি। কিন্তু সেই ম্যাচ অতীত। আগের ম্যাচ ভুলে আমরা সামনে তাকাচ্ছি। আশা করি, ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েই ইউনাইটেড ম্যাচ জিতবে।’’