বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের (Uttarakhand)বিভিন্ন এলাকায় জল জমেছে। এছাড়া হরিদ্বারের বেশ কিছু এলাকা জলমগ্ন। ৫১১টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে এখনো। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। লাকসার, হরিদ্বার, ভগবানপুর, রুরকির বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ অবস্থায় ইতিমধ্যেই সরানো হয়েছে। এছাড়া খাবার, পানীয় জল দেওয়া হয়েছে। হরিদ্বারে বন্যা প্লাবিত এলাকাগুলিতে সুরক্ষার খাতিরে পুলিশ, সেনা মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন-মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ভাবনায় তিন দেশের বোর্ড
দুর্যোগের মধ্যেই ধসের কারণে রাস্তার উপর ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। এর ফলেই উত্তরাখণ্ডে যমুনোত্রী জাতীয় সড়ক (১২৩ নম্বর) অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আজ শনিবার সকালে গাড়ওয়াল জেলার পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে। এই কারণেই যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে আটকে পড়েছে বেশ কয়েকটি গাড়ি।
আরও পড়ুন-সামনে ইউনাইটেড, সতর্ক মহামেডান
বদ্রীনাথ জাতীয় সড়কে বেশ কিছু অংশে ধ্বংসস্তূপ পড়ার কারণে এই পরিস্থিতি । পাগল নালার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। গত কয়েক দিন ধরেই বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই জানা গিয়েছে হরিদ্বারে তিন জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশু রয়েছে।