ব্যুরো রিপোর্ট : প্রবল বৃষ্টিতে বন্যা-পরিস্থিতি তৈরি হয় উত্তরের (North bengal) ডুয়ার্স অঞ্চলে। জলাপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ শিলিগুড়িও বিপর্যস্ত হয়ে পড়ে। প্রশাসনের তৎপরতার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নেমে গিয়েছে জলও। কিন্তু অতিরিক্ত জল জমার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন এবং নদী বাঁধের অবস্থা খতিয়ে দেখেতে আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে একটি উচ্চপর্যয়ের প্রতিনিধি দল আসছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও সেচ, কৃষি ও বিপর্যয় দফতরের সচিবরা এই দলে থাকবেন। মন্ত্রী জানিয়েছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন জায়গা পরিদর্শন করবে ওই দলটি। এরপর একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন এবং সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠবেন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে ব্যবস্থা। জেলা প্রশাসনিক আধিকারিক এবং তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন। সরকারি এবং দলের তরফে দুর্গতদের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণ। কোচবিহার জেলা প্রশাসন জানিয়েছে, নদীগুলির পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। এদিকে বৃষ্টির জলে জলমগ্ন হয়েছিল বিভিন্ন এলাকা। দুর্যোগে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের কোচবিহার ২ ব্লক সভাপতি সজল সরকার জানান, খাগড়াবাড়ি এলাকায় জল জমে ছিল বিভিন্ন এলাকায়। রাতেই এলাকায় যান তৃণমূল কংগ্রেসের পার্টি জেলাপরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্যরা৷ সজল সরকার জানান গ্রামবাসীদের হাতে ত্রিপল শুখনো খাবার তুলে দেওয়া হয়েছে৷ আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান, সোমবার বিকেল তিনটেয় শিলিগুড়িতে সেচমন্ত্রী পার্থ ভৌমিক একটি বৈঠক করবেন, আমি ওই বৈঠকে উপস্থিত থাকব। বৈঠকের পরেই পরিষ্কার হয়ে যাবে মন্ত্রীর নেতৃত্বে বিশেষ টিম জেলার কোথায় কোথায় পরিদর্শনে যাবেন। তবে মাদারিহাট এবং কালচিনি ব্লকে যাবার সম্ভাবনা প্রবল। দার্জিলিঙ জেলার জেলাশাসক এস পূণ্নম বল্লাম জানান, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে। শিলিগুড়ি শহরাঞ্চলে পুরসভা এলাকায় ভারী বর্ষায় রাস্তাঘাট, কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সূর্যসেন পার্ক সংলগ্ন রাস্তা, ৩৬ নাম্বার ওয়ার্ডে কিছু রাস্তাঘাট ও কালভার্ট ভারী বৃষ্টিপাতের (North bengal) জেরে জল জমে ৪১ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপল্লির রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষ দলের সূচি
১) আজ সোমবার উত্তরের উদ্দেশ্যে রওনা।
২) কলকাতা বিমানবন্দর থেকে দলটি বাগডোগরায় পৌঁছবে।
৩) প্রতিনিধিদলে থাকবেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
৪) থাকবেন সেচ ও কৃষি ও বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবরাও।
৫) আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিঙ এবং জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন। বিশেষ দলের সূচি
১) আজ সোমবার উত্তরের উদ্দেশ্যে রওনা।
২) কলকাতা বিমানবন্দর থেকে দলটি বাগডোগরায় পৌঁছবে।
৩) প্রতিনিধিদলে থাকবেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
৪) থাকবেন সেচ ও কৃষি ও বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবরাও।
৫) আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিঙ এবং জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন।
আরও পড়ুন-উত্তরাখণ্ডে উত্তাল গঙ্গা, ধসে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক