শহরে এক চিকিৎসকের (doctor) রহস্যজনক মৃত্যু (mysterious death)। তার বিদেশি (foreigner) বান্ধবীর বহুতলের নীচ থেকে আজ উদ্ধার হয়েছে দেহ। ওই বহুতলে থাকেন চিকিৎসকের বান্ধবী। প্রগতি ময়দান থানার (Pragati Maidan police station)পুলিশ সূত্র খবর, মৃত চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী।
আরও পড়ুন-‘NDA-কে চ্যালেঞ্জ করছে INDIA’ বৈঠক শেষে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ সকালে হঠাৎ বহুতলের নিরাপত্তারক্ষীরা দেহ পড়ে থাকতে দেখেন। মনে করা হচ্ছে, সোমবার মাঝ রাতে ওই বহুতল থেকে পড়ে গিয়েছেন শুভঙ্কর। কিন্তু কীভাবে ঘটনা ঘটল সেই নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পড়ে গিয়েছেন, নাকি তাকে ধাক্কা দেওয়া হয়েছে, সেটাও খতিয়ে দেখার বিষয় রয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশে দাপট দেখাচ্ছে ডেঙ্গু, মৃত শতাধি
সূত্রের খবর, শুভঙ্কর পেশায় পেডিয়াট্রিক চিকিৎসক। বিদেশি এক বান্ধবীর সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় চিকিৎসক। চিকিৎসকের মৃত্যুর কারণ কোনরকম মানসিক অবসাদ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময়ে ওই বান্ধবী ফ্ল্যাটে ছিলেন কিনা সব কিছুই এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ।
আরও পড়ুন-বিরোধী জোটের নাম ‘INDIA’: মোদি সরকারকে উৎখাত করতে একজোট ২৬টি দল
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই বারাকপুর ক্যান্টনমেন্টের সেনা ছাউনির ম্যান্ডেলা হাউস আবাসনে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেখানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর সঙ্গী চিকিৎসকের বিরুদ্ধে। একের পর এক চিকিৎসকের মৃত্যুর ঘটনা চিন্তার ভাঁজ ফেলছে বটে।